Posted on 11:03 PM

এতো বেসি ভালোবাসবে

এতো বেসি ভালোবাসবে
-সালেহ আহমেদ

এতো বেসি ভালোবাসবে কে তরে
তর কারণে ছাড়লাম পরা লেখা
ভাঙ্গলাম মা বাবার সুখের স্বপ্ন দেখা
দিন রাত্রি কখোন কাটে ভুলে
গেছি নিদ্রা টারে,

এতো বেসি ভালোবাসবে কে তরে

সারাদিন ভিখেরীর মতো তোমার
পথ চেয়ে বসে থাকা একটি বার
যদি পাইতাম তোমার দেখা
জুরাইত রোদে পূরা আগুনের শিখা,

এতো বেসি ভালোবাসবে কে তরে

আমি যখন খেলার মাঠে
তুমি থাকো তোমার বাড়ির ঘাটে
ইচ্ছে করে উকি দিয়ে দেখি
তোমার পানে বলার এসে বল
করে আমার ইস্টেম টারে ভাঙ্গে,

এতো বেসি ভালোবাসবে কে তরে

শেষ বিকেলের সাজের বেলা
নুপুর পায়ে করে খেলা মেঠো পথে
করো মেলা সেজে পরীর সাজে,
আমি অধম দেখে তোমার কদম
তুলি কবিতার ভাজে সেই থেকে
আমি আজো রেখেছি তোমায়
আমার প্রতিটা কবিতার মাঝে...?
Read More

Posted on 10:46 PM

ঢাকা নগরী

ঢাকা নগরী
-আরশাদ উল্লাহ

রাজপথ তত প্রশস্ত নয় জ্যামে গাড়ি সারি সারি
প্রস্থে মিটার দেড়েক ফুটপাথে শত জনতার হুড়াহুড়ি!
জীবন যুদ্ধে ব্যস্ত মানুষ গুলি যেন পিপড়ার সারি
তারা সবাই ঢাকা নগরবাসি অগণিত পথ-চারী!

লাক্সারী গাড়ি ভিতরে বসে যায় স্থুলকায় নারী
পাবলিকের হক টাকায় - বিদেশী আমদানি গাড়ি!
কত ভাগ্যবান ধনাঢ্য বসে যায় কারে আয়েস করে
এয়ার-কন্‌ চলে হাই-স্পীডে অলস যাত্রি ঝিমিয়ে পড়ে।
এঞ্জিন চালু পুড়ছে - তেল ডাই-অক্সিনে দুষিত বায়ূ
নগর-বাসির স্বাস্থ্য হানি হয় ডায়াবেটিসে কমছে আয়ু!

ফুটপাতে অগণিত নর-নারী সারিবদ্ধ হাঁটছে গা-বাঁচিয়ে
শত লোকের গতির মাঝে বাঁচার তাগিদে যায় দ্রুত পায়ে!
বিকট শব্দে চলছে ট্রাক ভয় পেয়ে মানুষ সরে যায় পিছে
কেউবা ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ে কেউবা মরে চাকার নিচে!
এম্বুলেন্স জ্যামের ভিতর - অবিরাম বেহুদা ভোঁ ভোঁ করে
আহত মানুষের কাছে আসে তারা - মৃত্যুর অনেক পরে!

বড় বাস থেমে আছে আগ্রহি যাত্রি দেখে গাড়ির সারি
এমনি করে যায় সময় - অফিসে যেতে হয় বেশ দেরী!
মূল্যবান বিদেশী মুদ্রা হুন্ডিতে যায় -আসে ব্রান্ডের দামী গাড়ি
এমনি করেই প্রবাসীদের পাঠানো ডলার - বিদেশে দেয় পারি!
কে বা সরকার কে বা মান্ত্রী পাওয়া তো যায় না কোন সারা
দেশের টাকা লুট-পুটে বিদেশে পাঠায় গরীবের হক নেয় তারা!

তিন চাকার সি এন জি গাড়ি দরজাতে আছে জালি মারা
উল্টে গেলে যাত্রীর প্রাণ হবে সারা - এটাই প্রগতীর ধারা!
যদি কেউ মারা যায় গাড়ি উল্টিয়ে - যদি বিধি হয় বাম
হয়তো হিসাবের খাতায় হবেনা লেখা - মৃত ব্যক্তির নাম!
কত লোক মরেছে সড়ক পথে হিসাবে কি রয়েছে নাম তার!
লঞ্চ ডুবিতে শত লোকের প্রাণ গেছে কি হল তার প্রতিকার?
একদা এক মন্ত্রী গিয়ে সুহৃদের মত বলেছে মৃতদের পরিবারে,
“আল্লাহর মাল আল্লাহ নিয়েছে করার কিছু নেই তাঁর ‘পরে!

তোমাদের প্রতি পরিবারে আমি একটি করে দান করব ছাগল!”
ডিক্লীয়ার দিলেন মন্ত্রী পরিষদে - সেই ঘুষ-খোর বোকা পাগল!
মন্ত্রী যায় মন্ত্রী আসে জনগণ রয়েছে ত্রাশে বছর বছর
শান্তির আশ্বাষে বিশ্বাষ করে - ভোট দেয় জনতা প্রতিবার!
জীতে গিয়ে নীর্বাচনে এম পি হয়ে যায় সন্ত্রাশির গড ফাদার
এমনি ভাবে জাতি নিপিড়ীত হয়েছে ধোকা খেয়েছে বারবার!

ধূলিময় ঢাকার দিনের শেষে সূর্য ডুবে সরগরমের মাঝে
রাজধানীর রূপ নিমেষে বদলে যায় আরেক রূপে সাজে!
বার-বিলাসিনী বার-নারী উগ্র সাজে নেমে আসে পথে
শুরু হয় দেহের বেচা-কিনি -ইয়াবা সুন্দরী ইয়াবা হাতে!
রমনা পার্কের হিজড়াও হরেক রং মেখে মুখে রূপ বদলায়
তাদেরও খদ্দের কম নয় অপেক্ষায় থাকে শিকারের আশায়!

অভিজাত মহলের হাই-ক্লাস বার-বিলাসিনী
রাতে বড় তৎপর মুঠোফোনে হয় জানাজানি!
শেষ হয় রাত্রি - তৃপ্ত হয়ে টাকা গুনে মাগী
নেশার জোরে দিন-ভর ঘুম রাতে উঠে জাগি!

কত যে তরুণ নেশা করে ভবিষ্যৎ হত্যা করে
হিরোইন কিনে খায় রাতে বাবার পকেট মেরে!
দিনের শেষে সূর্যোদয় হয় রূপ বদলায় ঢাকা নগরী
বেড়ে যায় কল-কাকলি - দ্রুত হাঁটে পথ-চারী!
Read More