Posted on 6:30 AM

তমস রাতের নির্জনতায়

তমস রাতের নির্জনতায়
-আন্তরা শেলী

ইটপাথরের পাহাড় ফুড়ে,
ক্লান্তি নামে তোর দুচোখে-
নিয়নআলোর মায়ায় জুড়ে।
ঝিঁঝিঁপোকার ঝিল্লীরবে-
স্মৃতিগুলো পাখনা মেলে,
শ্রবনলোকে তন্দ্রাগীতি-
যেদিনগুলোয় গেছিস ফেলে?
Read More

0 Responses to তমস রাতের নির্জনতায়

Post a Comment